মালদ্বীপে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে, প্রায় এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন।পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও এক অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির মিল। যার প্রতিফলন ঘটে ইফতারির বিভিন্ন বিশেষ আয়োজনে।প্রবাসী মুসলিম বাংলাদেশিরা মালদ্বীপে থাকলেও ভুলে যাননি তাদের ধর্মীয় রীতিনীতির কথা।দেশের স্বজনদের অভাব থাকলেও, প্রবাসের স্বজনদের সঙ্গে মিলিত হন বাঙালিয়ানা বিভিন্ন ইফতার অনুষ্ঠানে।
সাপ্তাহিক ছুটির দিনে এমনই এক ইফতারির আয়োজন করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে বাঙালিয়ানা খাবারে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় ছয়শো প্রবাসী বাংলাদেশি।
বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনের সভাপতিত্ব ও প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডক্টর এইচ এম সোহেল।
প্রবাসীদের এই বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম এবং গণ-অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর মজুমদার।
এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রশিক্ষণ সম্পাদক ডক্টর ইসমাঈল হারুন বান্না, দাওয়াহ সম্পাদক আব্দুর সবুর, পাঠাগার সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলামসহ কেন্দ্রীয় ও দেশটিতে অবস্থানরত সংগঠনটির বিভিন্ন শাখা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডক্টর এইচ এম সোহেল উপস্থিত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও বসবাসরত প্রবাসীদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে আমাদের এই আয়োজন বলেও যোগ করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলে, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
ইফতারের আগে মালদ্বীপের রাষ্ট্রীয় আমন্ত্রণে তারাবিহ নামাজ পড়াতে আসা দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তার সুমধুর কন্ঠে ও হৃদয়কাড়া সুরে ইসলামিক সংগীতসহ মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
রমজানে দেশীয় খাবার ছাড়া প্রবাসীদের ভিনদেশি খাবারে ইফতার জমে না, তাই দেশীয় স্বাদের তৃপ্তি পেতে, সারাদিন রোজা রেখেও দেশটির বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছেন বাংলাদেশি ফোরাম মালদ্বীপের এই বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :