সাউদার্ন আফ্রিকার দেশ লেসোথোতে প্রবাসী বাংলাদেশিরা ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদর্যাপন করেছে।
রবিবার দেশটির রাজধানী মাসেরুর ইমানুয়েল হোটেলে বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব লেসোথো এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার শাহ আহমদ শফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং লেসোথোর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং বাংলাদেশ ও লেসোথোর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরিশেষে শিশুদের জন্য খেলাধুলা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :