AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি হজে গিয়ে ১০৭ বাংলাদেশি হাজির মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ পিএম, ১৬ জুলাই, ২০২৩
সৌদি হজে গিয়ে ১০৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে হজ পালন শেষে ৬০ হাজার ৬০৪ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল শনিবার পর্যন্ত মোট ১৫৮টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

 

গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিটে হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

বুলেটিনে বলা হয়েছে, হজ পালন শেষে শনিবার পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি।

 

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫৮টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৯টি।

 

সৌদি আরবে এ পর্যন্ত ১০৭ জন হজযাত্রী/হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮২ জন ও মহিলা ২৫। ১০৭ জনের মধ্যে মক্কায় ৮৭ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

 

এ বছর মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। মোট ৩২৫টি ফ্লাইটে সৌদি আরব যান তারা।

 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে পরিবহন করেছে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে পরিবহন করেছে ৪১ হাজার ৪৬৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে পরিবহন করেছে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

 

এ বছর সরকারি হজযাত্রীর কোটা ছিল ১০ হাজার ৩৬০ জন, বেসরকারি হজযাত্রী ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (গাইড ২৫০৬ জনসহ)। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

 

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা শেষ হবে ২ আগস্ট।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!