হজে গমনের অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর মধ্যে হজের নিবন্ধন অথবা ২,০৫,০০০ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে ২০২৪ সনে আপনার হজে যাওয়া নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এতথ্য জানান।
তিনি বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। । এর পর আর সময় বাড়ানো হবে না।
সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :