AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৃত্যুশয্যায় থাকলে যে আমলগুলো জানা জরুরি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:১৯ পিএম, ১০ আগস্ট, ২০২৪
মৃত্যুশয্যায় থাকলে যে আমলগুলো জানা জরুরি

মৃত্যুর পর দুনিয়ার কর্মকাণ্ডের হিসাবনিকাশ অনুষ্ঠিত হবে। দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাবনিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে। সে সময় আফসোস আর আক্ষেপ ছাড়া আর কিছুই থাকবে না। মৃত্যুশয্যায় থাকলে কিছু দোয়া ও আমল আছে। সেগুলো প্রতিটি মানুষের জানা জরুরি।

মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির চেহারা কিবলামুখী করে দেয়া। তার সামনে বসে তাকে শুনিয়ে কালিমা পড়তে থাকা। তবে তাকে কালিমা পড়ার আদেশ করবে না। তার পাশে বসে সুরা ইয়াসিন পড়া। (মুস্তাদরাক-১৩০৫, মুসলিম-৯১৬, আবু দাউদ-৩১২১)

নিজের মৃত্যু নিকটবর্তী মনে হলে এই দোয়া পড়তে থাকা اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَاَ لْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى (তিরমিজি-৩৪৯৬, আবু দাউদ-৩১২১)

যখন রুহ বের হচ্ছে বলে অনুভব হতে থাকে, তখন এই দোয়া পড়া اَللّٰهُمَّ اَعِنِّيْ عَلٰى غَمَرَاتِ الْمَوْتِ وَ سَكَرَاتِ الْمَوْتِ (তিরমিজি-৯৭৮)
 
কোন মুসলমানের মৃত্যু সংবাদ শ্রবণে এই দোয়া পড়া إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللهُمْ أَجْرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفَ لِي خَيْرًا مِنْهَا (মুসলিম-৯১৮)

মৃত ব্যক্তির চক্ষুদ্বয় ও মুখ খোলা থাকলে বন্ধ করে দেয়া। প্রয়োজন বোধে মাথার উপর ও থুতনীর নীচ দিয়ে কাপড় বেঁধে দেয়া। চেহারা দেখা, আত্মীয়-স্বজনদের আসা, জানাজায় লোক কম হবে এসব কথা বলে দাফনে বিলম্ব করা নিষেধ। (মুসলিম-৯২০)

মৃত ব্যক্তিকে খাটে রাখার সময় বা মৃত ব্যক্তির লাশবাহী খাট কাঁধে উঠানোর সময় ‘বিসমিল্লাহ’ বলা। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ-১২০৬২)

যথাসম্ভব তাড়াতাড়ি মৃত ব্যক্তিকে গোসল, কাফন ও জানাজার নামাজ সম্পন্ন করে নিকটস্থ গোরস্থানে দাফনের ব্যবস্থা করা। দাফনের জন্য বিনা অপারগতায় দূরের গোরস্থানে বা এক শহর থেকে অন্য শহরে নেয়া মাকরুহ। (আবু দাউদ-৩১৮, ৩১৬৫)

মৃত ব্যক্তির লাশ কবরে রাখার সময় এই দোয়া পড়া باسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللَّهِ (আবু দাউদ-১০৪৬, মুসনাদে আহমাদ-৪৯৮)

কবরে লাশ পুরোপুরি ডান কাতে শোয়ানো অর্থাৎ তার চেহারা ও সীনা কিবলামুখী করে দেয়া। এর জন্য কবরের তলদেশে পশ্চিম পার্শ্বে উত্তর দক্ষিণে লম্বাভাবে এক হাত পরিমাণ গর্ত করতে হবে অথবা পিঠের পেছনে ও মাথার নিচে মাটির চাকা দিয়ে ডান কাতে শোয়াতে হবে। মৃত ব্যক্তিকে কবরে চিত করে শুইয়ে শুধু তার চেহারা কিবলামুখী করে দিলেই সুন্নাতের অনুসরণ হবে না। (মুস্তাদরাক-১৯৭)

আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য প্রথম দিন খানার ব্যবস্থা করা উচিত। মৃত ব্যক্তির উপর যাদের ভরণ-পোষণের দায়িত্ব ছিল, শুধু তারাই এ খানা খাবে। আগন্তুক মেহমানগণ উক্ত খানায় শরিক হবে না। বরং তারা সান্ত্বনা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। মৃত ব্যক্তির লোকদের উপর বোঝা সৃষ্টি করবে না। বুখারি-৫৪১৭, মুসনাদে আহমাদ-৯০৫)

কবর খুব বেশি উঁচু না করা এবং পাকা না করা। (মুসলিম-৯৬৯, ৯৭০) কবরের উপর পানি ছিটিয়ে দেয়া। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক-৬৪৮১) মৃত ব্যক্তির দাফনকার্য সম্পন্ন করার পর হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তার মাগফিরাত কামনায় দোয়া করতেন। অন্যদেরকেও মাগফিরাতের দোয়া করতে বলতেন।
 
বিশেষত মুনকার নাকির ফিরিশতাদ্বয়ের প্রশ্নের সম্মুখীন হয়ে সে যেন দৃঢ়পদ ও অবিচল থাকতে পারে, সে জন্য দোয়া করতে বলতেন। (আবু দাউদ-৩২২১)

কবরের মাথার দিকে এক ব্যক্তি সূরা বাকারার শুরু থেকে مُفۡلِحُوۡنَ পর্যন্ত এবং পায়ের দিকে অপর ব্যক্তি آمَنَ الرَّسُولُ থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবে। কবরের চার কোণায় খুঁটি গাড়া এবং চার কোণায় চার কুল পড়ার কোন ভিত্তি পাওয়া যায় না। (শুআবুল ঈমান-৮৮৫৪)

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!