AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৬:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সূরা ইখলাসের বাংলা উচ্চারণ  ও অর্থ

সূরা ইখলাস, পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা । সূরা ইখলাস  কুরআন মাজিদের ১১২ নম্বর সূরা।এর আয়াত সংখ্যা চারটি। এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালার সম্পর্কে কাফেরদের যথাযথ জ্ঞানের অভাব এবং আল্লাহর একত্ববাদের বর্ণনা করতে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে তাওহিদের আকিদাকে দৃঢ় ও প্রতিষ্ঠিত করা হয়েছে।


সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ 
কুল হুয়াল্লাহু আহাদ।
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

اللَّهُ الصَّمَدُ 
আল্লাহুচ্ছামাদ। 
আল্লাহ কারো মুখাপেক্ষী নন।

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 
তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি।

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’
আর তার কোন সমকক্ষও নেই।

এই সূরা ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, তবে এখানে এতটুকু বলাই যথেষ্ট হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন শুরু করতেন এই সুরা তেলাওয়াতের মাধ্যমে এবং দিন শুরু করতেন এই সুরা তেলাওয়াতের মাধ্যমে। কারণ তিনি অধিকাংশ সময় ফজরের সুন্নাত ও সালাতুল বিতরে সুরা ইখলাস ও সুরা কাফিরুন তেলাওয়াত করতেন। (তাফসির ফী যিলালিল কোরআন ৬/৪০০৫)

 


একুশে সংবাদ/এ

Link copied!