AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৩৩ এএম, ৪ নভেম্বর, ২০২৪
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন

দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে আগামীকাল (৫ নভেম্বর)সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেশের বিশিষ্ট আলেম জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

গত শুক্রবার (১ নভেম্বর) আওয়ার ইসলামের মাধ্যমে তিনি এ আহ্বান জানিয়েছেন।

মুঠোফোনে আল্লামা উবায়দুল্লাহ ফারুক এই প্রতিবেদককে জানান, ‘আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদরাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে। এছাড়া, তাবলীগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পাঁয়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে এ মহাম্মেলনের উদ্যোগ নেওয়া।’

এছাড়া, আজ রাজধানীর মিরপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলীগের মেহনত কওমি মাদ্রাসা সমূহের হেফাজত ও দ্বীনি জিম্মাদারী সমূহ আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর ২০২৪ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন-কে সফল করার জন্য প্রস্তুতি কমিটির আহবায়ক শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক এর সভাপতিত্ব এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আজ পহেলা নভেম্বর সকাল সাত ঘটিকায় সম্মেলন প্রস্তুতি কমিটির অস্থায়ী কার্যালয় জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি ও সর্বস্তরের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া সময়ের অপরিহার্য দাবি। এই লক্ষ্যে আগামী ৫ নভেম্বরের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেকোনো মূল্যে সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ সাফল্যমন্ডিত করে তুলতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শত বাধা-বিপত্তি, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে জাতীয় ঐক্যের প্রতীক এই মহাসমাবেশ-কে কামিয়াব করার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। প্রস্তুতি কমিটি সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। সে সময় তাদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবন্দ। এছাড়া তারা বৈঠকে নিজেদের মধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন করে নেন।

সভাপতির বক্তব্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক দেশবাসীর প্রতি এই মহা সম্মেলনে শরিক হওয়ার উদাত্ত আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে প্রস্তুতি কমিটির সভার সমাপ্তি ঘোষনা করেন।

এ সময় প্রস্তুতি কমিটির সভায় যারা উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান উত্তরা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আওয়াল নারায়নগঞ্জ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতী মুহাম্মদ আলী আফতাব নগর, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শওকত হুসাইন সরকার নরসিংদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা রশীদ আহমাদ মেরাজনগর, মাওলানা আব্দুল্লাহ (মুহতামিম, ব্যাংক কলোনী মাদরাসা সাভার), মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী আনিসুর রহমান বিমানবন্দর, মাওলানা যুবায়ের আহমাদ মোহাম্মদপুর, মাওলানা বুরহান উদ্দীন মোহাম্মদপুর, মাওলানা আবু ইউসুফ টঙ্গী, মুফতী বুরহান উদ্দীন যাত্রাবাড়ী, মাওলানা মুহিউদ্দিন মাসুম ধউর উত্তরা, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।

 

একুশে সংবাদ/আ.য

Link copied!