AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেই এক দোয়ায় ১৯০ কোটি নেকি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:৪৯ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
যেই এক দোয়ায় ১৯০ কোটি নেকি

পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর জবানে এমন এক দোয়ার উল্লেখ রয়েছে, যা পাঠ করলে সীমাহীন সওয়াব লাভ হবে। আনুমানিক হিসাবে যা ১৯০ কোটি। দোয়াটিতে প্রথমে নিজের জন্য, এরপর মা-বাবার জন্য, অতঃপর বিশ্বের সব মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে।


আমরা জানি, অন্যের জন্য দোয়া করলে নিজের আমলনামায় একটি করে সওয়াব যোগ হয়। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় লিখে দেন।’ (তাবরানি: ৩/২৩৪)


কাজেই দোয়াটি পড়লে পৃথিবীতে বসবাসকারী কোটি কোটি মুসলিম সবার বিপরীতে একটি করে সওয়াব আমলনামায় লেখা হবে। মৃত ও ভবিষ্যতের মুসলমানরাও এর অন্তর্ভুক্ত। অতীত-বর্তমান বাদ দিলেও দোয়াটির মাধ্যমে বর্তমান মুসলিম জনসংখ্যার বিপরীতে অন্তত ১৯০ কোটি নেকি লাভ হবে, এতে সন্দেহ নেই।


কোরআনুল কারিমে বর্ণিত সেই দোয়াটি হলো— رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ উচ্চারণ: ‘রব্বানাগ-ফিরলী ওয়ালি ওয়ালি-দাইয়্যা ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিছা-ব।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাকে, আমার মাতা-পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা ইবরাহিম: ৪১)


আল্লাহ তাআলা আমাদের দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে অগণিত সওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!