AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নামাজে পবিত্র কোরআন তিলাওয়াতে নবীজির সুন্নাহ


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৫:৩৬ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
নামাজে পবিত্র কোরআন তিলাওয়াতে নবীজির সুন্নাহ

ইসলামের অন্যতম ইবাদত হলো নামাজ । নামাজ শুধু ইবাদত না বরং এটি আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। ফরজ ও সুন্নত নামাজের মধ্যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে রসুলুল্লাহ (সা.)-এর নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সুন্নত। এতে নামাজের সৌন্দর্য ও পূর্ণতা বৃদ্ধি পায়। নিম্নে ফরজ ও সুন্নত নামাজে কোরআন তিলাওয়াতের সুন্নত পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।


ফরজ নামাজে কোরআন তিলাওয়াতের সুন্নত পদ্ধতি

১. সফর অবস্থায়: সুরা ফাতেহার পর যেকোনো সুরা মিলিয়ে নিলেই চলবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাধ্যবাধ্যকতা নেই। ২. ফজর ও জোহর নামাজ: সুরা হুজুরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সুরাগুলো থেকে পড়া। ৩. আসর ও এশার নামাজ: সুরা তারিক থেকে সুরা বায়্যিনাহ পর্যন্ত সুরাগুলো থেকে পড়া। ৪. মাগরিব নামাজ: সুরা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত সুরাগুলো থেকে পড়া সুন্নত।


সুন্নত ও অন্যান্য নামাজে কেরাতের সুন্নত পদ্ধতি

১. ফজরের সুন্নত নামাজে: প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস। ২. বেতের নামাজে: প্রথম রাকাতে সুরা দুহা, দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন আর তৃতীয় রাকাতে সুরা ইখলাস। ৩. জুমার দিন ফজরের নামাজে: প্রায়ই সুরা আস সাজদা ও সুরা দাহর পড়া। ৪. জুমার নামাজে: প্রায়ই সুরা আলা ও সুরা গাশিয়া অথবা সুরা জুমা ও সুরা মুনাফিকুন পড়া।

৫. দীর্ঘ কেরাতের অনুসরণ: ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের চেয়ে দীর্ঘ কেরাত পড়া। ৬. ফজর নামাজে দীর্ঘ কেরাত: ফজরের নামাজে অন্যান্য নামাজের তুলনায় দীর্ঘ কেরাত পড়া সুন্নত।
 

নামাজে কোরআন তিলাওয়াতের সুন্নত পদ্ধতি অনুসরণ করলে এটি রসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমে ইবাদতকে আরও অর্থবহ ও পূর্ণাঙ্গ করে তোলে। এটি আমাদের ইবাদতকে সুন্দর ও সুচারু করে তোলে। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত এ সুন্নত পদ্ধতিগুলো যথাযথভাবে পালন করা, যেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হই।

 


একুশে সংবাদ/স.টি///র.ন

Link copied!