মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে জানিয়ে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের মুখপাত্র ফক্স নিউজে আয়োজিত ‘হ্যানিতি’ শোতে এ কথা বলেন। তিনি বলেন, গাজায় হামলার বিষয়ে ইসরায়েল সোমবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করে। খবর রয়টার্স
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে বলেন, গাজায় রাতভর হামলার বিষয়ে ইসরায়েল ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করে।
গত ১৯ জানুয়ারি গাজা যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল ও হামাস। এরপর থেকেই গাজাবাসীদের মাঝে স্বস্তি নেমে আসে। যুদ্ধবিরতির কারণে এক মাসের বেশি সময় ধরে গাজায় হামলা বন্ধ রাখে ইসরায়েল। কিন্তু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় পৌঁছানো আগেই চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ৩০০ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি হামাস, হুতি বিদ্রোহী এবং ইরানকে শুধু ইসরায়েলের শত্রু হিসেবে দেখছেন না। বরং এদেরকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবেও দেখছেন। এ জন্য তাদের চরম মূল্য দিতে হবে।
এর আগে ট্রাম্প নিজেও প্রকাশ্যে হামাসকে নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেছিলেন, হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে। অন্যতম তাদের ওপর নরক ভেঙে পড়বে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :