বুধবার ১৫ জানুয়ারি একুশে সংবাদের সেরা পাঁচ
১। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণের প্রস্তাব
জাতীয় অথবা স্থানীয় সরকার যেকোনো নির্বাচনে ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া, কমিশন সরকারের কাছে একগুচ্ছ সুপারিশও করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো দলগুলোর সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম গ্রহণ করবে বলেও প্রস্তাবনায় জানানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এই কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয়।
২। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
দেশে প্রথমবারের মতো বাজারের প্রচলিত সুদ হারের সাথে সামঞ্জস্য রেখে পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন মুনাফার হার স্কিমের ধরন অনুযায়ী ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই নতুন মুনাফার হার কার্যকর হবে।
বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়, যার সই করেছেন উপসচিব মকিমা বেগম।
৩। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যেই এই কমিশন কাজ করবে। কমিশনের সদস্য হিসেবে ছয়টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। এসব সুপারিশের ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু করা হবে। চতুর্থ ও চূড়ান্ত ধাপে এসব সুপারিশের বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৪। শেষ মুহুর্তে বিক্ষোভের মুখে বাইডেন ‘যুদ্ধাপরাধী’ স্লোগান
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে তাকে দেখে ‘যুদ্ধাপরাধী’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্তের মতো তরল পদার্থ রাস্তায় ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনকে হত্যার জন্য বাইডেন দায়ী। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ হয়েছে গতকাল মঙ্গলবার। এর মধ্যেই পররাষ্ট্র নীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে পররাষ্ট্র দপ্তরে আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
৫। শিবচরে নিখোঁজ মায়ের সন্ধানে দিশেহারা সন্তানরা
মাদারীপুর শিবচরে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের পর থেকেই নিজের মাকে হারিয়ে দিশেহারা সন্তানেরা। মায়ের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো সন্ধান মিলেনি নিখোঁজ মায়ের।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে আসেন ফজিলাতুন্নেছা ছেলের কাছে টাকা পাঠানোর জন্য । এরপর আর তিনি বাড়ি ফেরেন নি। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার (১৩ জানুয়ারি) শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে কোন সন্ধান না পেয়ে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শিবচর প্রেসক্লাবে এসে মায়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ এর সন্তানও স্বজনরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :