বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর আওতায় ইউরোপিয়ান প্রযুক্তির এসিসি ব্র্যান্ডের একটি এসি কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে খালিশপুরের চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভির।
জানা গেছে, গত ১৬ এপ্রিল মিঠুন দত্ত ওয়ালটনের খালিশপুর প্লাজা থেকে কিস্তি সুবিধায় ৯৫ হাজার ৯৯০ টাকা মূল্যের দুই টনের এসিসি ব্র্যান্ডের একটি এসি ক্রয় করেন। এসি কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে তার মোবাইলে ওয়ালটন থেকে পুরস্কার বিজয়ের মেসেজ যায়। পরবর্তীতে ওয়ালটন কর্তৃপক্ষ ফোন করে বিষয়টি নিশ্চিত করে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মিঠুন দত্ত বলেন, “এতো বড় পুরস্কার পাবো কল্পনাও করিনি। এই টাকা দিয়ে জমি কেনার পরিকল্পনা করছি। ওয়ালটনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ওয়ালটন শুধু ব্যবসা নয়, মানুষের মুখে হাসি ফোটাতেও কাজ করছে। ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এ পর্যন্ত প্রায় ৫০ জন গ্রাহক মিলিয়নিয়ার হয়েছেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী আমিন খান। তিনি বলেন, “ওয়ালটনের দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইনের ফলে গ্রাহকরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি দেশীয় পণ্যের প্রতি আস্থাও বাড়ছে।”
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। সঙ্গে রয়েছে ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :