ক্রিকেটের মজাদার কিছু টুকিটাকি
আপনি জানেন কী-একসময় ওয়ানডে ক্রিকেট ৬০ ওভারে খেলা হতো। প্রথম ওয়ার্ল্ড কাপে খেলোয়াড়েরা সনাতনী ধাঁচের সাদা পোশাকে মাঠে নামেন। বোলারগণ লাল বল ব্যবহার করেন। সকল খেলাই দিনে অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ওয়ার্ল্ড কাপের একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিখ্যাত ব্যাটসম্যান সুনীল গাভাস্কর প্রথমে ব্যাটিং করতে নেমে অপরাজিত থেকে ৬০ ওভার ব্যাট করেন।
শুনলে অবাক হবেন- সুনীল ৬০ ওভারে করেছিলেন মাত্র ৩৬ রান। তিনি ৩৬ রান নিতে খরচ করেছিলেন ১৭৪ বল। সেই ম্যাচে ভারত ২০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ইংল্যান্ডের কাছে।
একুশে সংবাদ/ উকি./ এসএডি
আপনার মতামত লিখুন :