লা লিগায় শনিবার (৩০ নভেম্বর) লাস পালমাসের কাছে হেরে যায় বার্সেলোনা। লিগে তিন ম্যাচে ধুঁকতে থাকা কাতালান জায়ান্টরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) করে গোল উৎসব। এস্তাদিও মায়োর্কা সন মোয়াজে রাফিনিয়া জোড়া গোল করেছেন। ৫-১ গোলে বার্সা হারিয়েছে মায়োর্কাকে।
১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো তারা। দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ (৩৩)। ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
১২তম মিনিটে স্বাগতিকদের হাস্যকর ভুলে এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেস খোলেন গোলমুখ। যদিও বিরতির ঠিক আগে কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরান মায়োর্কা স্ট্রাইকার ভেদাত মুরিকি।
১-১ এ সমতায় হাফটাইম শেষ করে দুই দল। বিরতির পর ফিরে উড়েছে বার্সা। বক্সের মধ্যে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে লিড এনে দেন রাফিনিয়া।
৭৪তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে রাফিনিয়া ব্যবধান আরও বাড়ান। বদলি নামা ফ্রেঙ্কি ডি ইয়াং ও পাও ভিক্তর গোল উৎসবের খাতায় নাম লেখান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :