শান্তর পর সাকিবের সঙ্গেও জুটি গড়েন মুশফিক। যদিও সেটা খুব বড় ছিল না। ৩৮ রান যোগ করেন তারা। জুটিটা বেশি দূর নিয়ে যেতে পারেননি মুশফিক। রশিদের গুগলিতে বোল্ড হয়ে ৭০ রানে ফিরেছেন। তার ৯৩ বলের ইনিংসে ছিল ৬টি চার। এর এক ওভার পর ফিরেছেন মাহমুদউল্লাহও। রশিদকে ছক্কা মেরে এক বল পর অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন। দ্রুত দুই উইকেটের পতনে আবার চাপে পড়ে যায় স্বাগতিক দল।
সোমবার (৬ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ১৭৯ রান।
এদিকে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের বিদায়ের পর দলকে পথ দেখান শান্ত ও মুশফিক জুটি। দুজনের ব্যাটে ভর করে আধিপত্যই করছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের ২৫ ওভারের তৃতীয় বলে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় শান্তকে। রেহান আহমেদের করা বল ঠেকিয়ে অন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকেন শান্ত।
এদিকে শান্ত রান আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছিলেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি।
বর্তমানে ব্যাট করছেন আফিফ ও সাবিক। আফিফ ১০ বলে ১ রান ও সাকিব আল হাসান ৩৭ বলে ৩৩ রান।
আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য তৃতীয় ওয়ানডেতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো।
একুশে সংবাদ.কম/ই.ন.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :