AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী দিবসে শুভেচ্ছা জানিয়ে নারী ক্রিকেটাররা যা বললেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৬ পিএম, ৮ মার্চ, ২০২৩
নারী দিবসে শুভেচ্ছা জানিয়ে নারী ক্রিকেটাররা যা বললেন

প্রতি বছরের ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। লিঙ্গ বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার প্রতিষ্ঠা করতেই দিবসটি পালিত হয়। এবারো তার ব্যক্তিক্রম হচ্ছে না। দিবসটিকে ঘিরে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

 

নারীর প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব দূর করে সমতায়নের বার্তা দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। এ তালিকায় যুক্ত হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি, জাহানারা আলম, মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও স্বর্না আক্তাররা।

 

নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় টাইগ্রেস অধিনায়ক জ্যেতি বলেছেন, সমাজ অনেক সময় নির্ধারণ করে দেয় কোন কাজটা ছেলেদের, আর কোনটা মেয়েদের। যা তাদের একটি গণ্ডির ভেতর আটকে রাখার চেষ্টা। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদের কোণঠাসা করে না রেখে, নারীদের পছন্দের ক্যারিয়ারের পথটাকে সহজ করে দিতে হবে। যেন সে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে। তাই সমান অধিকারই যথেষ্ট নয়, প্রয়োজন সমতায়নের। সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।


বর্তমানে পাকিস্তানে রয়েছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম।  তিনি বলেন, আমরা নারীরা আজ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছি। পথ অতটা সহজ ছিল না। প্রত্যেকের সফলতার পেছনেই রয়েছে ভিন্ন ভিন্ন সংগ্রামের গল্প। তবে সমাজ থেকে এখনও বৈষম্য দূর হয়নি। নারীর অগ্রযাত্রা নিশ্চিতে ও সমতার সমাজ গড়তে সমতায়ন আনতে হবে।


জাতীয় দলের আরেক উঠতি পেসার মারুফা আক্তার জানান, নারীরা প্রাপ্য সম্মানটুকু পেতে চায়। ঘরে, ঘরের বাইরে, পরিবারে কিংবা কর্মস্থলে শুধু সম-অধিকারই যথেষ্ট নয়, সব ক্ষেত্রে নারীর প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করাই জরুরি। তাহলে আন্তর্জাতিক নারী দিবস পূর্ণতা পাবে।


অনুর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক দিশা বিশ্বাস চান নারীর প্রতি সমাজের কুসংস্কার ও নিচু দৃষ্টিভঙ্গি বদলাতে।


তিনি বলেন, আজকের নারীদের সফলতার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কুসংস্কার ও সমাজভীরু দৃষ্টিভঙ্গি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই নারীদের এগিয়ে যেতে হচ্ছে। ছিনিয়ে আনতে হচ্ছে বিজয়। সমাজে সমতায়ন প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।


অনুর্ধ্ব নারী দলের আরেক ক্রিকেটার স্বর্না আক্তারের মতে, পথে-ঘাটে, গণপরিবহনে, কর্মক্ষেত্রে এবং ঘরের নারীরাও এখন অনিরাপদ। বন্ধ হয়নি নারীর প্রতি নির্যাতন। এতসব বাধার পরও আমরা এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমাদের এগিয়ে চলার পথটাকে মসৃণ করতে প্রয়োজন সমতায়ন। এই আশা ব্যক্ত করে সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

 

একুশে সংবাদ/ডে বা/সম

Link copied!