AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কালোনির মুকুটে নতুন পালক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪০ পিএম, ১৬ মার্চ, ২০২৩
স্কালোনির মুকুটে নতুন পালক

ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি। বর্ষসেরা কোচের খেতাব পাওয়ার একমাস না পেরোতেই আবারো নতুন পুরস্কারে ভূষিত হলেন তিনি।

 

এবার দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি। পুরস্কারটি জিততে ১০৭ ভোট পেয়েছেন তিনি।

 

দক্ষিন আমেরিকার সেরা কোচ নির্বাচিত হতে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরাকে ৭২ ভোটে হারিয়ে দিয়েছেন মেসিদের বস। ভোটাভুটিতে দ্বিতীয় সেরা কোচ ফেরেইরা পেয়েছিলেন মাত্র ৩৫ ভোট।

 

যদিও গেল মৌসুমে সেরা কোচের পুরস্কারটি জিতেছিলেন ফেরেইরাই। কিন্তু স্কালোনির এ বছর প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, সেরা কোচ নির্বাচিত করতে ২১৮ জন সংবাদকর্মী এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। ২৮ ভোট পেয়ে তৃতীয় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে গত বছর কোপা লিবার্তোদোরেস জেতানো কোচ দরিভাল জুনিয়র।

 

এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি।

 

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের এই পুরস্কার ১৯৮৬ সাল থেকে দিয়ে আসছে ‘এল পাইস।’ এই মহাদেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচদের মধ্য থেকে সেরা বেছে নেওয়া হয়। 
 

একুশে সংবাদ/ডে বা/সম

Link copied!