AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উমরানকে সতর্ক করলেন শোয়েব আকতার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৫ এএম, ১৮ মার্চ, ২০২৩
উমরানকে সতর্ক করলেন শোয়েব আকতার

কীভাবে গতি বাড়াতে হবে? কীভাবে বিপক্ষ ব্যাটারদের চাপে রাখা উচিত। সেটা উমরান মালিককে বুঝিয়ে দিলেন শোয়েব আকতার। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপালেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলতে পারেননি ‍‍`শ্রীনগর এক্সপ্রেস‍‍`। আর তাই জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে পরামর্শ দিলেন ‍‍`রাওয়ালপিন্ডি এক্সপ্রেস‍‍`। 

 

শোয়েব বলছেন, "উমরান খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ও শারীরিক দিক থেকে শক্তিশালী এবং দুর্দান্ত রান আপ। আর্ম স্পিডও দারুণ। শানাকাকে যে বলে আউট করেছিল, তা সবারই মনে থাকার কথা। সাহসের সঙ্গে বল করুক উমরান। জোরে বোলিং করার কৌশল শিখে নিক। টেকনিক্যাল ব্যাপারগুলোও শিখে নিতে হবে উমরানকে। সব সময় জোরে বল করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। আগ্রাসন হারিও না কখনও। খেলতে নামলে মাঠের মালিক তুমিই। নিয়ম ভেঙো না, অনুশীলন করে যাও।"  

 

সিনিয়র হিসেবে উমরানকে সাহায্য করতে চান শোয়েব। বলের গতি কীভাবে আরও বাড়াতে পারেন উমরান, সেই উপায়ও জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার।

 

শোয়েব যোগ করেন, "আমি ২৬ গজ দৌড়ে বল করতাম। উমরান ২০ গজ দৌড়য়। ২৬ গজ দৌড়ে বল করলে ওর পেশির গঠন বদলাতে হবে। আরও মজবুত পেশি হতে হবে। আমার মনে হয় আগামি দিনে ও আরও অনেক কিছু শিখে নেবে। আমাকে কোনওভাবে প্রয়োজন হলে আমি সাহায্য করতে প্রস্তুত। আমার দ্রুতগতির বলের রেকর্ড ২০ বছর ধরে অক্ষত রয়েছে। তুমি এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়। প্রথম ব্যক্তি হিসেবে তোমাকে আমি আলিঙ্গন করে চুম্বন করবো।"

 

উল্লেখ্য, ২০২২ সালের জুনে ভারতের হয়ে অভিষেক হয় উমরানের। আটটি ওয়ানডেতে ১৩টি উইকেট নিয়েছেন। আটটি টি-টোয়েন্টি থেকে ১১টি উইকেটের মালিক উমরান।

একুশে সংবাদ/আ/সম 

Link copied!