আগামী ২৫ মার্চ সিলেটে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।জামালদের প্রতিপক্ষ সিশেলস। তবে রমজানের মধ্যে ম্যাচ হওয়া সময় নিয়ে দোটানায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে সিলেটে বিগত ম্যাচগুলো হয়েছিল ফ্লাডলাইটের আলোর মাধ্যমে। তবে এবার সেটি থাকছে না। এবারের ম্যাচগুলো দিনের আলোতেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিকেল পৌনে চারটায় ম্যাচের সূচি ঠিক করেছে। ইফতারের প্রায় ঘণ্টাখানেক আগেই শেষ হবে ম্যাচ।
ইফতারের আগেই ম্যাচ শেষ করার জন্য সময়সূচি এগিয়ে এনেছে বাফুফে। দিনের আলোয় ম্যাচ আয়োজনের ব্যাপারে ইফতার ছাড়াও স্টেডিয়ামের ফ্লাডলাইটের বিদ্যুৎ বিলও একটা বড় বিষয়। আগামী ২৫ ও ২৮ মার্চের দুটি ম্যাচের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সিলেট জেলা স্টেডিয়ামে ব্রিফিং করা হবে।
ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সব ঠিকঠাক থাকলে টি-স্পোর্টস খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে।
একুশে সংবাদ/ডে বা/সম
আপনার মতামত লিখুন :