AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধিনায়কত্ব পেয়েই এমবাপ্পে যা করলেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২১ পিএম, ২৪ মার্চ, ২০২৩
অধিনায়কত্ব পেয়েই এমবাপ্পে যা করলেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের জন্য ২৩ সদস্যদের দল ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এতে নতুন তিন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন তিনি। আর তাদের দলপতি হিসেবে বেছে নিয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। 


দলের নতুন অধিনায়ক ঘোষণার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না ফ্রান্স তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। দেশমের সিদ্ধান্তে খানিকটা অভিমান করেছেন ৩২ বছর বয়সী এ ফুটবলার।

 

তবে অধিনায়কত্বের দায়িত্ব বুঝে পেতেই সতীর্থ গ্রিজম্যানের অভিমানের বরফ গলালেন এমবাপ্পে।

 

জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই তিনি বলেছেন, কোচ তাকে পরিষ্কার একটি বার্তা দিয়ে রেখেছেন। নেতৃত্বের প্রয়োজনে নিজেকে বদলের ফেলার কথা।

 

তিনি আরো বলেন, তার (কোচ) চাওয়া, আমি যেন দলকে এক সুতোয় গেঁথে রাখি, দলকে নিজের সঙ্গে করে এগিয়ে নিয়ে যাই। দলের বিভিন্ন প্রজন্মের মধ্যে যেন সেতুবন্ধন হয়ে কাজ করি।

 

সংবাদ সম্মেলনে গ্রিজম্যানের প্রসঙ্গ আসতেই এমবাপ্পে বললেন, ‘তার (গ্রিজম্যান) প্রতিক্রিয়া খুবই প্রত্যাশিত। তাকে আমি বলেছি যে, তার জায়গায় আমি হলে আমার প্রতিক্রিয়াও একইরকম হতো।’

 

তিনি বলেন, আমি এবং সে হাতে হাত ধরেই চেষ্টা করব যেন বৈশ্বিক পর্যায়ে এই দল নিজেদের ছাপ রাখতে পারে। তার যদি দলের প্রতি কিছু বলার থাকে, অবশ্যই আমি চুপ করে বসব এবং তার কথা শুনব।

একুশে সংবাদ.কম/সম

Link copied!