সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচকে ‘ফাইনাল’ ম্যাচ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে বেলা পৌনে ৪টায় মুখোমুখি হবে দুই দল।
সোমবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনে দুই কোচ ও দুই অধিনায়ক কথা বলেন। সেখানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা শেষ ৪৮ ঘন্টা রিকভারি করেছি। যারা বেশি খেলেছে, তারা রিকভারি বেশি করেছে। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য ফাইনাল ম্যাচ। লম্বা সময় পর টানা দুইটি ম্যাচ জেতার সুযোগ আছে আমাদের সামনে। তাই কালকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।’
জামাল আরো বলেন, ‘খেলোয়াড়রা সবাই জানে যে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমরা খারাপ খেলতে পারি, কিন্তু আমাদের জিততে হবে। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা খুব ভালো খেলে হারতেও পারি, কিন্তু জয়টাই গুরুত্বপূর্ণ। মানুষ মনে রাখবে কে জিতছে। আগামীকালও আমরা জিততে চাই।’
একুশে সংবাদ/ডে বা/সম
আপনার মতামত লিখুন :