ফুটবল ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন লিওনেল মেসি। ক্লাব ইতিহাসেও অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। আক্ষেপ ছিল শুধু জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের। অবশেষে আকাশী-সাদা শিবিরের হয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
কোপা আমেরিকার ৪৭তম আসরের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর সোনালি ট্রফি জেতে আলবিসেলেস্তারা। এর মধ্য দিয়েই যেন সব আক্ষেপের অবসান ঘটে মেসির।
এবার মেসিকে নতুন উপাধিতে ভূষিত করলো কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ।আন্তর্জাতিক দু’টি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে জন্মভূমিতে অবস্থান করছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। এরই মধ্যে পানামার সঙ্গে একটি ম্যাচ খেলে ফেলেছেন মেসিরা। বুধবার কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে আকাশী-সাদা শিবিরের ফুটবলাররা।
এর আগে সোমবার রাতে কনমেবল সদর দপ্তরে কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠিত হয়। এ আয়োজনে মেসিসহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকার হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ। এ সময় দমিনগেজ বলেন, দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার (মেসি) হাতে তুলে দিলাম।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেছেন, অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। সেই পথে অনেক মোড় এসেছে, পরাজয় এসেছে। তবে আমি সবসময় সামনে তাকিয়েছি এবং সাফল্য অর্জন করতে চেয়েছি, বিজয় চেয়েছি। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটিই, স্বপ্নকে তাড়া করা, সবকিছুকে সম্ভব করতে লড়াই করা এবং খেলা উপভোগ করা, যেটি সবচেয়ে সুন্দর।
একুশে সংবাদ/সম
আপনার মতামত লিখুন :