AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন: আশরাফুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩১ পিএম, ৩০ মার্চ, ২০২৩
টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন: আশরাফুল

ব্যাটিংয়ে দুর্দান্ত সময় কাটছে টাইগার ব্যাটার লিটন দাসের। গতকাল চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে মাত্র ১৮ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে মোহাম্মদ আশরাফুলের করা ষোলো বছর আগের রেকর্ড ভেঙেছেন এ ওপেনার। 


২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। দীর্ঘ ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন দাস। আশরাফুলের থেকে ২ বল কম খেলে তিনি নতুন এই রেকর্ডের কীর্তি গড়েছেন তিনি।


বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আশরাফুল। এ সময় তিনি বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুটি রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে।’

 

তিনি আরো বলেন, ‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে সে অসাধারণ খেলছে। সব ফরম্যাটেই ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন হাই স্ট্রাইক রেটে খেলছে বাকি দুই ফরম্যাটেও।’


তিনি যোগ করেন, ‘লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। সে ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব তার এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা সেটাই দেখতে চাই।’

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফর্ম নিয়ে সাবেক এ তারকা ক্রিকেট বলেছেন, ‘বাংলাদেশ অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। আসলেই তারা এ বছর চমৎকার ক্রিকেট খেলছে।’

 

একুশে সংবাদ/ডে বা/সম 

Link copied!