AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ২৮ জন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:২১ পিএম, ৫ এপ্রিল, ২০২৩
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ২৮ জন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি) -এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩’। এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২৮ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

 

এরা হলেন- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার খন্দকার আমিুনল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, মো. জাহিদ চৌধুরী, দ্বীন মোহাম্মদ, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, মো. আবু হানিফ, মো. সিরাজুল ইসলাম, মো. সাজিদুল হক, মো. শরীয়তউল্লাহ, মো. মাসুম হোসেন, মো. সিদ্দিকুর রহমান, টুটুল ধর, মো. সাগর, ফিরোজ আহমেদ, ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, আব্দুল মোমিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, সংগ্রাম দাস, সিয়াম চৌধুরী, রুবেল হোসেন ও মো. নাসির উদ্দিন।


দ্বিতীয় রাউন্ডের খেলা আজ মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া এ,বি, বাপ্পীকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় রিয়াসাত-ই-নূরকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ নীলয় দেবনাথকে, ফিদে মাস্টার পরাগ ওয়াদিফা আহমেদকে, ফিদে মাস্টার সুব্রত সবুজুর রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার  নাইম ওয়াসিয়া খুশবুকে, জাহিদ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ফিদে মাস্টার আমিন সব্যসাচীকে, দ্বীন ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ টিপু সুলতানকে, ফিদে মাস্টার জাভেদ ইশরাত জাহান দিবাকে, হানিফ রবিউল হোসেনেক, সিরাজ ক্যান্ডিডেট মাস্টার  জামাল উদ্দিনকে, সাজিদ শাহাদাত কিবরিয়া অয়নকে পরাজিত করেন।

 

আব্দুল্লাহ আল রাইসন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন।তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল বুধবার (০৫ এপ্রিল) দুপুর ২টা থেকে শুরু হবে।

একুশে সংবাদ.কম/সম

Link copied!