AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগর-রুনির ছেলে মেঘের ডিজাইনে শেখ জামালের জার্সি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩১ পিএম, ৮ এপ্রিল, ২০২৩
সাগর-রুনির ছেলে মেঘের ডিজাইনে শেখ জামালের জার্সি

দেশের ঘরোয়া ফুটবলে তিনবারের লিগজয়ী ক্লাব শেখ জামাল। ঘরোয়া ফুটবলের যেকোনো ম্যাচে হোম অ্যান্ড অ্যাওয়েতে দু’রকমের জার্সি পরতো ক্লাবটি। যা অনেকটাই ব্রাজিল ও আর্জেন্টিনার মতো। এবার জার্সির পরির্বতন এনেছে তারা। শেখ জামালের নতুন এই জার্সির ডিজাইনটি করেছেন প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ।

 

মেঘের করা জার্সির ডিজাইনটি পছন্দ হয়েছে বলে জানান শেখ জামাল ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। তিনি বলেন, ‘প্রায় এক যুগ আমরা ফুটবলে একই জার্সি পরেছিলাম। যখন জার্সি পরিবর্তনের কথা ভাবছিলাম, তখনই একদিন মেঘ এসে বললো সে জার্সি ডিজাইন করতে চায়। আমরা তার আগ্রহকে প্রাধান্য দিই এবং সে বেশ সুন্দর ডিজাইন করে। ম্যাচ জার্সি ছাড়াও অনুশীলন জার্সির ডিজাইনও তার করা।’


শেখ জামাল ক্লাব একাডেমিতে নিয়মিত অনুশীলন করেন মেঘ। ফুটবল ক্লাবের জার্সি ডিজাইন করলেও তার পছন্দ ক্রিকেট। ছিলেন সিরাজগঞ্জ বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ দলেও। সেখান থেকে বাদ পড়লেও ক্রিকেটে ভালোবাসার কারণে সেখানে ছিলেন।

 

শেখ জামালের জার্সির ডিজাইন সম্পর্কে মেঘ বলেন, ‘আগে বাংলাদেশ ক্রিকেট দলকে একটি জার্সি কনসেপ্ট দিয়েছিলাম। তবে পূর্ণাঙ্গ জার্সি ডিজাইন এটাই প্রথম। আমার করা ডিজাইনের জার্সি পরে দেশের একটি শীর্ষ ক্লাবের দেশি-বিদেশি খেলোয়াড়রা খেলছেন, এটা অনেক আনন্দের।’


আগামী মাসে ‘ও লেভেল’ পরীক্ষা দেবেন মেঘ। তবে পরীক্ষা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না তিনি। মেঘ জানান, শেখ জামালের জার্সির ডিজাইনের বিষয়টি হুট করেই তার মাথায় আসে। অনুশীলন চলাকালেই এমন ডিজাইন তার মাথায় আসে।

 

তিনি বলেন, ‘শেখ জামালের জার্সি ছিল অনেকটা আর্জেন্টিনা-ব্রাজিলের মতো। মনে হতো দু’দেশের জার্সির মধ্যে শুধু লোগোটা বসানো হয়েছে। পরে আমি নিজ থেকেই জার্সি করার আগ্রহ দেখাই। ফলে নাভিল ভাই (শেখ জামালের প্রধান সমন্বয়ক) বেশ কিছু জার্সি ডিজাইন করতে বলেন।’

 

একুশে সংবাদ.কম/সম

Link copied!