AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার ম্যাচ পর অগ্রনী ব্যাংকের জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৭ পিএম, ১০ এপ্রিল, ২০২৩
চার ম্যাচ পর  অগ্রনী ব্যাংকের জয়

দুই ব্যাটার সাদমান ইসলাম ও অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাটিং নৈপুন্যে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব।

 

ঢাকা প্রিমিয়র লিগে আজ নিজেদের নবম ম্যাচে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। সাদমান ৯৩ ও মার্শাল ৯৫ রান করেন।

 

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান করে রূপগঞ্জ ওপেনার ইমরান উজ্জামান ৬৭, অধিনায়ক নাইম ইসলাম ৬১ ও ভারতের অঙ্কিত বাউনে ৫৬ রান করেন। অগ্রনী ব্যাংকের দুই পেসার এনামুল হক ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

 

জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানে ২ উইকেট হারায় অগ্রনী ব্যাংক। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন সাদমান ও মার্শাল। দু’জনের ব্যাটিং নৈপুন্যে ২৩ বল বাকী রেখে জয় পায় অগ্রনী ব্যাংক। কিন্তু হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাদমান-মার্শালকে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স-নাইন্টিতে ফিরেন সাদমান-মার্শাল।

 

৭টি চার ও ১টি ছক্কায় সাদমান ১০৮ বলে ৯৩ এবং ১০টি চারে ৯১ বলে ৯৫ রান করেন মার্শাল।

এই জয়ে ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে আছে অগ্রনী ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৩ জয়, ৫ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রূপগঞ্জ।

একুশে সংবাদ.কম/সম    

Link copied!