AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ত্রোপচারের জন্য শ্রেয়সকে ইংল্যান্ড পাঠাচ্ছে বোর্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৩ পিএম, ১৬ এপ্রিল, ২০২৩
অস্ত্রোপচারের জন্য শ্রেয়সকে ইংল্যান্ড পাঠাচ্ছে বোর্ড

সামনেই বিশ্বকাপ আর দলে বাড়ছে চোট আঘাতের সমস্যা। এই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ারকে নিয়ে এক ফোঁটাও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।আইপিএল এর মাঝেই তাঁর পিঠের চোট নিয়ে বড় আপডেট দিল বোর্ড। পিঠের চোটের কারণে বর্তমানে আইপিএল খেলছেন না শ্রেয়স আইয়ার। তাঁকে ছাড়াই খেলছে কেকেআর। দলকে নেতৃত্ব দিচ্ছেন নীতীশ রানা।

 

বিশ্বকাপের আগে হাতে সময় কম থাকায় শ্রেয়সের চিকিৎসা করাতে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিল বোর্ড। আগামী সপ্তাহে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হবে। বিশ্বকাপের আগে বিসিসিআই চাইছে শ্রেয়স আইয়ারের দ্রুত সুস্থতা। তাই আগামী ৪-৫ মাস খুব গুরুত্বপূর্ণ। এই সময়েই শ্রেয়সকে তৈরি করতে চাইছে বোর্ড। তবে তাঁর যে এশিয়া কাপ খেলা হবে না তা নিশ্চিত।

 

শনিবার একটি বিবৃতিতে বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়, ‘আগামী সপ্তাহে পিঠের চোটের কারণে শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার হবে। ২ সপ্তাহ তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এরপর তিনি এনসিএ তে যাবেন  রিহ্যাবের জন্য।’

 

শ্রেয়সের চোটের পাশাপাশি জসপ্রীত বুমরাহর চোট নিয়েও বিবৃতি দিয়েছে বিসিসিআই। বুমরাহর অস্ত্রোপচার সফল হয়েছে, এবং ওর পিঠে ব্যথা নেই। অস্ত্রোপচারের ৬ সপ্তাহ পর রিহ্যাব করা শুরু হবে।

 

২০২২ সালের অক্টোবর মাসে শেষবার বুমরাহ ভারতের হয়ে খেলেন। তারপর থেকে তিনি মাঠের বাইরে। তিনি এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ খেলেননি। তাঁকে শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়। তবে তাঁকে দ্রুত মাঠে ফেরানোর চেষ্টা ব্যুমেরাং হয়। চলতি আইপিএল থেকে বেরিয়ে গিয়েছেন তিনি এবং  ফাইনাল ও এশিয়া কাপ খেলতে পারবেন না।

 

শ্রেয়স আইয়ার ও বুমরাহকে বিশ্বকাপে খেলানোর চেষ্টা করা হলেও তাদের ফিটনেস কী হবে তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ সরাসরি বিশ্বকাপের ম্য়াচ খেললে বা তার আগে একটা বা দুটো সিরিজ খেললেও তাঁরা কতটা ফিট হতে পারবেন তা চিন্তার বিষয়। পুরো বছর বাইরে থেকে সরাসরি বিশ্বকাপ খেললে সেটা বাকি প্লেয়ারদের সামনে বিরূপ প্রভাব ফেলতে পারে।

 

অন্যদিকে ঋষভ পন্থ কতদিনে সুস্থ হবেন তার কোনও ইঙ্গিত মেলেনি। তবে তিনি হাঁটতে পারছেন। বর্তমানে তিনি এনসিএ তে রয়েছেন রিহ্যাবের জন্য।


একুশে সংবাদ.কম/সম 

Link copied!