AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিটিনহার জোড়া গোলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল মার্শেই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২২ পিএম, ১৭ এপ্রিল, ২০২৩
ভিটিনহার জোড়া গোলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল মার্শেই

লিগ ওয়ানে যোগ দিয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন মার্শেই’র নবাগত তারকা ভিটিনহা। রোববার ট্রয়েসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে দক্ষিন উপকুলীয় অঞ্চলের  ক্লাবটি উঠে গেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।

 

ম্যাচে জোড়া গোল করেছেন গত জানুয়ারিতে ব্রাগা থেকে ৩২ মিলিয়ন ইউরোতে যোগ দেয়া পর্তুগারের  ২৩ বছর বয়সী এ তারকা। । গতকাল নতুন দলের হয়ে গোলের খাতা খোলেন গোলমুখের ওই যোদ্ধা।

 

তালিকার ১৪তম স্থানে থেকে রেলিগেশনের হুমকিতে থাকা ট্রয়েসরা এখনো পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। ফলে তলানীর দ্বিতীয় অবস্থানে এখনো পড়ে আছে ক্লাবটি। গতকাল ক্লাবটিকে হারানোর ফলে লেন্সকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে মার্শেই। আট পয়েন্টে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। টেবিল টপাররা লেন্সকে ৩-১ গোলে হারানোর এক দিন পর একই ব্যবধানে জয়লাভ করল মার্শেই।

 

৬৮ হাজার ৮ শ’ দর্শক উপস্থিতিতে মার্শেই’র উত্তেজনাপুর্ন ভেলোড্রোম স্টেডিয়ামে গতকাল ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ক্রোয়েশিয় কোচ ইগর টুডরের শিষ্যরা। যারা একই ভেন্যুতে গত সপ্তাহে গোলশুন্য ড্র করেছিল লোরিয়েন্তের বিপক্ষে।

 

ভিটিনহার জোড়া গোলের পাশাপাশি মার্শেই’র হয়ে বাকী গোলটি করেছেন তার্কিশ স্ট্রাইকার চেনগিজ আন্দের। ভিটিনহা ২ ও ৬৪ মিনিটে এবং আন্দের ৪০ মিনিটে গোল করেন। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+১ মি.) ট্রয়েসের হয়ে একমাত্র গোল পরিশোধ করেছেন মামা বালদে।

 

রোববার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে লিলি ২-১ গোলে মন্তপিলারকে পরাজিত করেছে। ম্যাচের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে (৭০ ও ৭২ মি.) লিলির হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে জোনাথান ডেভিড ও রেমি কাবেলা। এর আগে ২৪ মিনিটে ইসিয়াগা সায়রার গোলে পিছিয়ে পড়েছিল লিলি।

 

রোববার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে স্ট্রসবার্গ ৩-১ গোলে আজেচ্চিও, অক্সেরে ২-১ গোলে নঁতে, ক্লেমন্ট একই ব্যবধানে এ্যাঞ্জার্স  এবং নিস ১-০ গোলে ব্রেস্টকে পরাজিত করেছে।

একুশে সংবাদ.কম/সম          

Link copied!