AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চম শিরোপা জয় কঠিন হয়ে গেল আর্জেন্টিনার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪২ এএম, ১৮ এপ্রিল, ২০২৩
পঞ্চম শিরোপা জয় কঠিন হয়ে গেল আর্জেন্টিনার

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সমীকরণ জটিল করল আর্জেন্টিনার যুবারা। ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

 

ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হয় আলবিসেলেস্তে জুনিয়ররা। ম্যাচটিতে ০-০ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আগামী দিনের মেসি-ডি মারিয়ারা। এর আগে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলিকে ২-০ এবং ভেনেজুয়েলাকে ২-১ গোলে পরাজিত করে। এই ড্রয়ের ফলে নিজেদের পঞ্চম শিরোপা মিশন আরো কঠিন হয়ে গেল আলবিসেলেস্তেদের।


মঙ্গলবার (১৮ এপ্রিল) ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় মুখোমুখি হয় দল দুইটি।

 

গোলের জন্য মরিয়া আর্জেন্টাইন যুবারা প্যারাগুয়ের গোলপোস্টে ২৯টি শট নেয়। যার ১০টিই ছিল টার্গেটে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। অন্যদিকে প্যারাগুয়ের নেয়া ১২টির মধ্যে ৩টি ছিল টার্গেটে।

 

শেষ পর্যন্ত উভয় দল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে। এ ড্রয়ের ফলে তিন ম্যাচ শেষে ২ জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ হলো ৭ পয়েন্ট। ফাইনাল রাউন্ডের তিন ম্যাচ শেষে স্বাগতিক ইকুয়েডর, ব্রাজিল ও আর্জেন্টিনা ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু গোল গড়ে ইকুয়েডর শীর্ষস্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় ও ব্রাজিল তৃতীয় স্থানে।

 

আর্জেন্টিনা স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে ২০ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।

 

উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে। 

একুশে সংবাদ.কম/চ ২৪/সম 

Link copied!