AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ দেশে হবে এবারের সিপিএল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৪ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩
পাঁচ দেশে হবে এবারের  সিপিএল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মোট ৫টি দেশে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ডব্লিউসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।আগস্টের ১৭ তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত চলবে সিপিএলের পরবর্তী আসর। গত মৌসুমে ৪ দেশের মোট ৫টি ভেন্যুতে সিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় ছিল দুটি ভেন্যু। এবার বার্বাডোজেও অনুষ্ঠিত হবে সিপিএলের খেলা।


গত মৌসুমে বার্বাডোজে সিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। প্রতিটি ভেন্যুই অন্তত ৬টি করে ম্যাচ আয়োজন করবে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মাঠে গড়াবে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ।

 

সিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাহওয়াস মুখোমুখি হবে সেন্ট লুসিয়া কিংসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ায়। এরপর সিপিএলের খেলাগুলো চলে যাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। এরপর গায়ানায় শেষ হবে টুর্নামেন্টটি।


সিপিএলের সিইও পেটে রাসেল বলেন, ‘আমরা খুব খুশি যে এবার ক্যারিবীয় ৫টি দেশে সিপিএল অনুষ্ঠিত হবে। বিশ্বমানের ক্রিকেট দেখার জন্য ক্যারিবীয় ক্রিকেট সমর্থক এবং সারা বিশ্বের জন্য এটা দারুণ এক সুযোগ।’  


একুশে সংবাদ.কম/সম  

Link copied!