মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে সানরাইজার্স অধিনায়ক এডেন মার্করাম মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে মুম্বাই। দুর্দান্ত ব্যাটিং করেন ক্যামেরন গ্রীন। ৪০ বলে ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৬৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে মুম্বাইকে জিতিয়ে দেন অর্জুন টেন্ডুলকার।
এই ম্যাচে হারের পর সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ব্রায়ান লারা জানান, পাওয়ারপ্লেতে পরপর উইকেট হারানো এই বছর আইপিএলে তাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যাটিং অর্ডারে আরও গভীরতা আনা প্রয়োজন। এমন একজনকে দরকার যে শেষ ওভার পর্যন্ত উইকেটে দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসবে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ জেতার অনেক কাছাকাছি অবস্থায় পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ১৪ রানে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং অর্ডারের সমস্যা মেনে নিয়ে কোচ লারা বলেন, `পরপর উইকেট হারানো যেকোনও দলকেই ম্যাচে অনেকটা পিছিয়ে দেয়। আমরা পরপর যে দুটি ম্যাচে জয় পেয়েছি সেখানে আমাদের ওপেনাররা ভালো ব্যাট করে। এইখানে ব্যাটার কতটা গভীরভাবে ব্যাট করছে তা প্রয়োজনীয় নয়। এটা দেখা উচিত যে যোগ্য ব্যাটার রান করতে পাচ্ছে কিনা। আমরা এই ম্যাচে তা করতে পারিনি।`
সানরাইজার্স হায়দরাবাদ তাদের এখনও পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখছে। মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান করতে নেমে ১৯.৫ বলে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে হায়দরাবাদের মিডিল অর্ডার একদম খেলতে পারেনি। এই বিষয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, `আমাদের মিডিল অর্ডার ঠিক করার প্রক্রিয়া এখনও চলছে। আমাদের এমন একজন দরকার যে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ বের করে নিয়ে আসবে। আইপিএলে এই রকম উদাহরণও আছে। রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার এই কাজ করে থাকে। আমাদের এই রকমের ক্রিকেটার দরকার যে সঠিক পরিকল্পনা নিয়ে ম্যাচ জিতিয়ে আনতে পারবে। আমরা আমাদের মিডিল অর্ডারের ভালো কাজ করেছি। কিন্তু এই ম্যাচে তা কাজে লাগেনি। এদিন আমরা দল হিসাবে ভালো করিনি তা মেনে নিতেই হবে।`
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরছে। হায়দরাবাদ এবং মুম্বই একই সঙ্গে পর পর দুটি ম্যাচ জেতে। ৫ ম্যাচ খেলে তারা তিনটিতে জিতেছে। লিগ টেবিলে ৬ নম্বর স্থানে রয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে এই ম্যাচ হেরে সানরাইজার্স হায়দরাবাদ ৯ নম্বর স্থানে রয়েছে।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :