মুন্সিগঞ্জে ফেডারেশন কাপের শেষ কোয়ার্টারে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। গত আসরের রানার্সআপ রহমতগঞ্জকে হারিয়ে সেমিতে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
মঙ্গলবার (২ মে) মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় দুই দল। তবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ১৪তম মিনিটে এমফন উদোহের কাটব্যাক থেকে শেখ রাসেলকে লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
এগিয়ে যাওয়ার পরও আগের ধাঁচেই খেলতে থাকে শেখ রাসেল। ম্যাচের ৩১তম মিনিটে দারুণ একটি সুযোগও পেয়েছিল দলটি। কিন্তু চার্লস দিদিয়েরের লং পাস থেকে ঠিকঠাকভাবে শট নিতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। এরপর বক্সে বল পেলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি ইকেচুকু। শেষ পর্যন্ত বল পেয়ে যান জামাল ভূঁইয়া। কিন্তু ক্রসবারের উপর দিয়ে চলে যায় তার ভলি।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে চোখ ধাঁধানো এক হেডে বল জালে জড়ান রহমতগঞ্জের দিয়ালো। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।খেলার ৫৮তম মিনিটে আবিদ আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় শেখ রাসেল। এরপরও সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ।
ম্যাচের ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের ইকেচুকু। কিন্তু তার ফাঁকায় পাওয়া শট বাইরে দিয়ে চলে গেলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল।
আর এর মধ্য দিয়েই চূড়ান্ত হলো সেমিফাইনালের লাইন-আপ। প্রথম সেমিফাইনালে আগামী ৯ মে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।এরপর ১৬ মে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ক্রীড়া চক্রের মুখোমুখি হবে শেখ রাসেল।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :