AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১২ পিএম, ৩ মে, ২০২৩
আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল

কেএল রাহুলের চোট নিয়ে সমস্যা বেড়ে চলেছে। আরসিবি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। রাহুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিসিআই।জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরাই ঠিক করবেন রাহুলকে আর আইপিএলে খেলতে দেওয়া হবে কি না।


এখনও লখনউয়েই রয়েছেন রাহুল এবং গোটা দল। আগামী বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে তারা। কিন্তু রাহুলের সেই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। ক্রুণাল পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। আরসিবি ম্যাচে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে হিপ-ফ্লেক্সর পেশিতে চোট লেগেছিল রাহুলের।

 

বোর্ড এবং এনসিএ যে রাহুলের চিকিৎসার দায়িত্ব নেবে তা আগে থেকেই জানা ছিল। কারণ রাহুল বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও রয়েছেন। তাই বোর্ড দেরি করেনি। এখন যা পরিস্থিতি, তাতে শুধু চেন্নাই ম্যাচই নয়, আগামী আরও কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না রাহুল। হয়তো আইপিএলের বাকি পর্বেই তাঁকে আর পাওয়া যাবে না।

 

জানা গিয়েছে, রাহুল এখনও যন্ত্রণায় ছটফট করছেন। ব্যথাও রয়েছে এবং জায়গাটি ফুলে গিয়েছে। বোর্ডের চিকিৎসক দল স্ক্যান করিয়েছে। স্ক্যানের ফলাফল দেখে রাহুলের চোটের গুরুত্ব বোঝা যাবে।


এখনও লখনউয়ের পাঁচটি ম্যাচ বাকি গ্রুপ পর্বে। ফাইনালে উঠলে যোগ হবে আরও তিনটি। আগের ম্যাচে দলের ওপেনার রাহুল নামেন ১১ নম্বরে। তা-ও কোনওমতে জোর করে খেলেন। দৌড়ে একটিও রান নেননি। ক্রিজে থাকার সময়ই বোঝা যাচ্ছিল তাঁর যন্ত্রণা করছে।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!