গ্যারি ব্যালান্সের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রমাণ মিলেছে। এজন্য তাকে আর্থিক জরিমানা ও নিষিদ্ধ করার সুপারিশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মূলত ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে ব্যালান্সের বিরুদ্ধে। যেখানে তদন্ত শেষে দোষী প্রমাণিত হয়েছেন ইংল্যান্ড ও জিম্বাবুয়ের সাবেক এ ক্রিকেটার।
ইসিবির মতে, বর্ণবাদী মন্তব্য করার জন্য ব্যালান্সকে ৮ হাজার পাউন্ড জরিমানা করা উচিত। একই সঙ্গে তাকে ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করার সুপারিশও করেছে তারা।
ইয়র্কশায়ারে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তোলেন আজিম। এর প্রেক্ষিতে তদন্ত করে ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) প্যানেল। তারা ক্লাবটির গত মার্চে ৬ জন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে প্রমাণ পায়। ব্যালান্স তাদের মধ্যে একজন।
গত এপ্রিলের মাঝামাঝিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৩ বছর বয়সী ব্যালান্স নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।
একুশে সংবাদ.কম/ডে বা/সম
আপনার মতামত লিখুন :