তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন লিটন দাস, পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ।এ ম্যাচে উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন টাইগার দলপতি তামিম ইকবাল।এর পর এ ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর পর ফিরেছেন সাকিব আল হাসান।
এ ম্যাচে ইংলিশদের উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস বড় করতে পারলেন না তাওহীদ হৃদয়।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭.৫ ওভারে ১৩৫ রান।
এর আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস। ম্যাচের শুরুতেই জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।
এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তামিম। তবে ভালো শুরু করেও সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মার্ক আদাইরের বলে আইরিশ উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
বাইশ গজে এসেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও হিউমের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
হৃদয়-নাজমুলের ব্যাটে সুবাতাস পাচ্ছিল বাংলাদেশ। তবে ফিফটির কাছে গিয়ে কার্টিস ক্যাম্ফারের বলে মার্ক আদাইরের তালুবন্দী হন নাজমুল। ৬৬ বলে ৪৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
এরপর বাইশ গজে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। কিন্তু ২৭ রানেই হিউমের বলে আউট হন হৃদয়। মিরাজকে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছেন মুশফিক। এখন মুশফিক ১২ ও মিরাজ ৯ রানে ব্যাট করছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, গ্রাহাম হিউম।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :