চোট পেয়ে চলতি আইপিএল ও আসন্ন বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের স্বপ্ন শেষ হয়েছে কেএল রাহুলের।আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসায় তাঁর সুস্থ হওয়ার সম্ভবনা না থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বকাপের কথা মাথায় রেখে অবশেষে হল তাঁর থাইতে অস্ত্রোপচার।
৯ মে অস্ত্রোপচার হয় কেএল রাহুলের। অস্ত্রোপচারের পর রাতে নিজের শরীরের অবস্থা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেন কেএল রাহুল। সেখানে তিনি জানান তাঁর অবস্থা।
‘সবেমাত্র আমার অস্ত্রোপচার হল-এটা সফল হয়েছে। আমার অস্ত্রোপচারকে সঠিক ও আরামদায়কভাবে করতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আমি এখন সরকারিভাবে সুস্থ হওয়ার রাস্তায় রয়েছি। আমি নিশ্চিত যে আমি নিজের সেরাটা দেব এবং দ্রুত মাঠে ফিরে আসব।’
পাঁচ তারিখ নাগাদ কেএল রাহুল একটি পোস্ট করে জানিয়ে দেন এবারের মত তাঁর আইপিএল অভিযান শেষ। পাশাপাশি তিনি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ফাইনাল খেলতে পারবেন না। তবে তাঁর আইপিএল অভিযান শেষ হলেও তিনি ২ দিন দলের সঙ্গে ছিলেন। লখনউয়ের একটি হাসপাতালে তাঁর স্ক্যানের রিপোর্ট আসার পর তিনি অস্ত্রোপচারের জন্য তৈরি হয়। অবশেষে ঘোষণার ২ দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার হল। রাহুলের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলে নেওয়া হয়েছে ঈশান কিষানকে।
রাহুলের অস্ত্রোপচারের খবরে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন অনেকে। তাঁর শ্বশুর সুনীল শেট্টি লাভ ও আগুনের ইমোজি দেন। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে লেখা হয়, ‘তোমাকে আবার মাঠে দেখার অপেক্ষা করতে পারছি না।’
রাহুল কতদিনে সুস্থ হবেন তা জানা যায়নি। হ্যামস্ট্রিংয়ে চোট হওয়ায় পুরোটাই নির্ভর করবে তাঁর রিহ্যাবের উপর। আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে এনসিএ তে যেতে হবে। যেহেতু ঋষভ পন্থ এই বছর ফিরতে পারবেন না। তাই রাহুলের দ্রুত সুস্থ হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের আগে ইতিমধ্যেই চোট পেয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর পিঠে চোট। জসপ্রীত বুমরাহর ক্ষেত্রে ছবিটা একই। ফলে কেএল রাহুলের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে শিখর ধাওয়ানও রয়েছেন বিকল্প হিসেবে।
লখনউ সুপার জায়ান্টস রাহুলের পরিবর্তনে ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়ক করেছে। তবে পান্ডিয়া অধিনায়ক হয়ে দলকে জেতাতে পারেননি একটাও ম্য়াচে। আগামীর ম্যাচগুলো না জিতলে লখনউয়ের কাছে কঠিন হবে প্লে অফে যাওয়া।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :