AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে লখনউ, হায়দরাবাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৮ পিএম, ১৩ মে, ২০২৩
প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে লখনউ, হায়দরাবাদ

শনিবার দুপুরে আইপিএলে মেগা লড়াই। লখনউ সুপারজায়ান্টসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি ক্রুণাল পান্ডিয়ারা। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন কেএল রাহুল। দলনায়ক ছিটকে যাওয়ায় দলের খেলাতেও সেই প্রভাব দেখা গিয়েছে। শেষ তিনটির মধ্যে ২টিতে হেরেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।

 

বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে । ১১ ম্যাচে ঝুলিতে ১১ পয়েন্ট। আইপিএলে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিনটি ম্যাচই কার্যত ডু অর ডাই ডি’কক, স্টোয়নিসদের কাছে। আইপিএলের আসরে এখনও পর্যন্ত দু’বার হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছে লখনউ। দুটি ক্ষেত্রেই জিতেছে গোয়েঙ্কার দল। পয়েন্ট টেবিলের নীচের সারিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের পথ প্রশস্ত করাই লক্ষ্য লখনউ সুপারজায়ান্টসের।


গত ম্যাচেই লখনউয়ের জার্সিতে খেলেছেন কুইন্টন ডি’কক। প্রোটিয়া কিপার দলে ফেরায় ওপেনিং স্লট কিছুটা হলেও শক্তিশালী হয়েছে। গত মার্চেই হায়দরাবাদকে ৫ উইকেটে হারায় লখনউ। ম্যাচের সেরা হয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। আইপিএলে দেড় হাজার রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে লখনউয়ের স্টপগ্যাপ অধিনায়ক। আইপিএলে দেড় হাজার রান পূর্ণ করতে আর ৫২ রান দরকার তাঁর। যদিও শেষ দুটো ইনিংসে তাঁর ব্যাট একেবারেই সঙ্গ দেয়নি। লখনউয়ের ওপেনার কাইল মেয়ার্স এ বারের আইপিএলে বেশ ভালো পারফর্ম করে চলেছেন। ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই তিনি উল্লেখযোগ্য অবদান রাখছেন। ১১ ম্যাচে ৩৫৯ রান করে ফেলেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

 

মেয়ার্সের পাশাপাশি অপর অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসও লখনউয়ের অন্যতম প্রধান অস্ত্র। আইপিএলে ২৩৯ রান করার পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৫টি উইকেটও। শনিবারের দুপুরের ম্যাচে আর ৫টা ছক্কা মারলেই টি-টোয়েন্টিতে ২০০টি ছয় মারার নজির গড়বেন স্টোয়নিস। স্পিনার রবি বিষ্ণোই ৫০ উইকেট থেকে আর ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে।


অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের আইপিএলে প্লে অফে ওঠার রাস্তা বেশ কঠিন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট মার্করামদের ঝুলিতে। টেবিলের ৯ নম্বরে রয়েছে হায়দরাবাদ। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি চার ম্যাচই ডু অর ডাই। ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজকে কাজে লাগাতে চায় হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। উইকেট শুষ্ক থাকায় মিডিয়াম পেস বোলারদের পাশাপাশি স্পিনাররাও কিছুটা সাহায্য পান এখান থেকে। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, ক্লাসেন, মার্করামরা বড় রানের লক্ষ্যে সচেষ্ট। 

 

একই সঙ্গে বোলিং বিভাগে মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, নটরাজন, ময়াঙ্ক মারকান্ডেরাও তৈরি লখনউয়ের ব্যাটিং অর্ডার ভাঙতে। শনির দুপুরে মরণবাঁচন জিতে আইপিএলে প্লে অফের রাস্তা বাঁচিয়ে রাখতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।

একুশে সংবাদ.কম/সম  

Link copied!