বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। দর্শকদের চাহিদা কম থাকতে পারে, এমন আশঙ্কা থেকে টিভি চ্যানেলগুলো এই সিরিজের প্রতি কম আগ্রহ প্রকাশ করেছিল।তবে এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন, সেটি দেখা গেছে প্রথম দুই ওয়ানডেতেই। এবার জানা গেছে, উন্মাদনা এতটাই মাত্রা ছাড়িয়েছে যে আসন্ন তৃতীয় ওয়ানডের একদিন আগেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটি ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হোম ভেন্যু। চেমসফোর্ডের সেই মাঠে দর্শক ধারণক্ষমতাও খুব বেশি নয়। মাত্র সাড়ে ছয় হাজার মানুষ মাঠে বসে উপভোগ করতে পারবে শেষ ওয়ানডে ম্যাচটি। ফলে, প্রতিটি টিকিটের জন্য দর্শকদের যে ব্যাপক চাহিদা ছিল সেটি বলাই চলে।
শনিবার (১৩ মে) ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ মে) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই।
উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচটি জিততে পারলে আরো একটি সিরিজ জয় নিশ্চিত হবে তামিম-সাকিবদের। এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :