এ বারের আইপিএলে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। আইপিএলের পাশাপাশি ভারতীয় দলেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। কিন্তু এক সময় ডেঙ্গু হওয়ায় জাতীয় দলে তাঁর জায়গা নড়বড়ে হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে হাসপাতাল থেকে পালিয়েছিলেন তিনি। তার পরেই নাকি তাঁর ডেঙ্গু সেরে গিয়েছিল।
একটি সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ‘‘অনূর্ধ্ব-২৩ দলে আমার নাম ছিল। কিন্তু সেই সময় ডেঙ্গু হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমার কোচ জানায়, যদি অনুশীলনে যেতে না পারি তা হলে আমার নাম দল থেকে বাদ যাবে। তাই বাবার সাহায্য নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে অনুশীলনে চলে গিয়েছিলাম।’’
অনুশীলনে যাওয়ার পরেই তাঁর ডেঙ্গু সেরে গিয়েছিল বলে দাবি করেছেন সিরাজ। তিনি বলেছেন, ‘‘অদ্ভুত ভাবে অনুশীলনে গিয়ে আমি বল, ব্যাট, ফিল্ডিং সব করেছিলাম। শরীরে কোনও সমস্যা হচ্ছিল না। অনুশীলন শেষে হাসপাতালে গিয়ে আবার পরীক্ষা করাই। দেখি আমার ডেঙ্গু সেরে গিয়েছে। হতে পারে বাবা, মায়ের আশীর্বাদের জন্য সেটা হয়েছিল।’’
এ বারের আইপিএলে ১১ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সিরাজ। ওভার প্রতি ৮ রানের কম দিয়েছেন তিনি। বেগনি টুপির লড়াইয়ে রয়েছেন সিরাজ়।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :