AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীকে নিয়ে নাসিরের আবেগঘন কথা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৩ এএম, ১৮ মে, ২০২৩
স্ত্রীকে নিয়ে নাসিরের আবেগঘন কথা

ক্রিকেটার নাসির হোসেন প্রায় সময়ই থাকেন আলোচনায়।মাঠ ও মাঠের বাইরের নানা কারণে আলোচনায় থাকেন ক্রিকেটার নাসির হোসেন। সর্বশেষ বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করলেও জাতীয় দলে সুযোগ মেলেনি তার। সম্প্রতি স্ত্রী তামিমাকে নিয়ে কথা বলেছেন নাসির। মানুষ হিসেবে তামিমা কেমন, সেটিও জানিয়েছেন তিনি।

 

তামিমাকে বিয়ের পর নাসিরের জীবনে রীতিমতো কালবৈশাখী ঝড় নেমে আসে। সব বাধা-বিপত্তিকে দূর করে ভালোবেসে এখনো দুজন সুখের সংসার চালাচ্ছেন। যার মূল চালিকাশক্তি ছিল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন দুজন।

স্ত্রীকে নিয়ে নাসিরের আবেগঘন কথা, ছুঁয়ে গেল সবাইকে


ভালোবাসার স্ত্রী তামিমাকে নিয়ে নাসির বলেন, ‘আপনি হাসতে পারবেন সবার সঙ্গে। কিন্তু যে কারো কাছে কাঁদতে পারবেন না। তামিমা এমন একজন মানুষ যার কাছে আমি কাঁদতে পারি।’

 

ভালোবাসার সংজ্ঞা কি, এমন প্রশ্নের জবাবে তামিমা বলেন, ‘ভালোবাসা বলতে আমি বলবো শ্রদ্ধা। একেকজনের প্রতি ভালোবাসা একেক রকম হয়। সবাইকেই ভালোবাসা যায়, কিন্তু সবাইকে রেস্পেক্ট করা যায় না। আমি নাসিরকে শতভাগ রেস্পেক্ট করি।’


নাসিরের ব্যক্তি জীবনে নানা বিতর্ক নিয়ে তামিমা বলেন, ‘আপনারা যেভাবে নাসিরকে দেখছেন সে সবার সাথে হাসতেছে। আমি ঐ মানুষটা যার কাছে এসে সে কান্না করেছে। কান্না করার পেছনে ওর আসল ঘটনাটা আমি জানি। ওর আসল ব্যক্তিত্বটা দেখে আমার মনে হয়েছে সে আসলেই সেরা একজন মানুষ।’

তামিমা এমন একজন মানুষ যার কাছে আমি কাঁদতে পারি : নাসির

 

জীবনের বাজে সময় থেকেও শিক্ষা পেয়েছেন নাসির। চিনতে পেরেছেন আপন মানুষদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ঝড়ের মধ্যে আমরা আসল মানুষ চিনতে পেরেছি। কে আমাদের পছন্দ করে, কারা আমাদের সাথে আছে এবং কারা হাসি-ঠাট্টা করতেছে।’ 

 

একুশে সংবাদ.কম/সম 

Link copied!