AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি কোচদের চেয়ে আমরা কম না: সুজন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫১ পিএম, ২২ মে, ২০২৩
বিদেশি কোচদের চেয়ে আমরা কম না: সুজন

বিদেশি কোচদের চেয়ে বাংলাদেশের কোচরা কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। একই সঙ্গে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। সুযোগ পেলে স্থানীয় কোচরাও ভালো করবে বলে মনে করেন সুজন।

 

দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এ কথা বলেন।

 

সুজন বলেন, ‘সব কাজের চেয়ে আমি কোচিংকে উপভোগ করি। টিমের পরিকল্পনা করা, কাকে খেলাচ্ছেন এ কাজগুলো আমি সবসময় উপভোগ করি। কোচ হিসেবে ক্রিকেট নিয়ে আমি যে চর্চাটা করি সেটা আমাকে সবসময় আনন্দ দেয়। যাই করি না কেনো, কোচিংই আমার সবকিছু। এটা ছাড়া আমি থাকতে পারবো না।’

লম্বা সময়ের জন্য সুযোগ পেলে জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের হেড কোচের ভূমিকাও পালন করেছি। আমি আসলে লম্বা সময়ের জন্য চাই। এক সিরিজ দায়িত্ব পালন করলাম তখন দেখা যায় যে পরিকল্পনা করতে করতেই আমার মেয়াদ শেষ। সব কোচেরই সাফল্য ব্যর্থতা আছে, থাকবে। আমাদেরকে সুযোগ দিতে হলে সময় দিয়ে সুযোগ দিতে হবে।’

 

বিসিবি পরিচালক বলেন, ‘আমাদের উপর বিশ্বাস না থাকার কারণে হয়তো আমরা দায়িত্ব পাই না। বিদেশি কোচরা যেটা জানে সেটা আমরা জানি না, এটা আমি বিশ্বাস করি না। আমরা পারব না কেন সেটাই আমি বুঝি না। বাংলাদেশে হয়তো এটা ভাবা হয় না যে স্থানীয় কেউ জাতীয় দলের কোচ হবে। সময় কোনো ব্যাপার না, কিন্তু বিশ্বাসটা আমাদের ওপর থাকবে কবে?’


একুশে সংবাদ.কম/সম   

Link copied!