দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ড বাই তালিকায় ঋুতুরাজ গায়কোয়ায় জায়গায় সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ড-বাই ওপেনার হিসেবে ছিলেন ঋুতুরাজ। আগামী ৩ জুন বিয়ে পিড়িতে বসছেন ঋুতুরাজ। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ঋতুরাজ জানান, ৫ জুন ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে পারবেন। এ অবস্থায় যুক্তরাজ্যের ভিসা আছে জয়সওয়ালের। এজন্য ঋুতুরাজের জায়গায় জয়সওয়ালকে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আগামী কিছুদিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন তিনি।
সাম্প্রতিকালে দারুণ ছন্দে রয়েছেন জয়সওয়াল। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪ ইনিংসে ৬২৫ রান করেছেন । ভারতের জার্সিতে এখনও খেলার সুযোগ না পাওয়া জয়সওয়াল প্রথম শ্রেনির ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ১৫ ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৮০ গড়ে ১৮৪৫ রান আছে তার।
এছাড়াও ২০২২-২৩ মৌসুমে রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৩১৫ রান করেছেন জয়সওয়াল। ইরানি ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে রেষ্ট অব ইন্ডিয়া দলের হয়ে ২১৩ এবং ১৪৪ রানের দু’টি দারুন ইনিংস খেলেন তিনি। ইরানি ট্রফির ম্যাচে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫৭ রান আসে জয়সওয়ালের ব্যাট থেকে।
আইপিএল চলমান থাকায় ভাগ-ভাগ হয়ে ইংল্যান্ডে যাচ্ছে ভারত দল। প্রথম গ্রুপে বিরাট কোহলিসহ বেশ কিছু ক্রিকেটার ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। ওভালে আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয় ভারত।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :