নারী ক্রিকেট দলের কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বোলিং কোচ ও নির্বাচককে নিয়োগ দিয়েছে সংস্থাটি। এবার নতুন ট্রেইনার পেলেন নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমরা।
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ নারী দলের ট্রেইনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ান ডুররেন্ট। এরই মধ্যে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
বিষয়টি নিয়ে ইয়ান ডুররেন্ট বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। নতুন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে এবং মেয়েদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
তিনি আরে বলেন, সামনে নারী ক্রিকেট দলের জন্য বড় একটি বছর অপেক্ষায় আছে। এটা শুরু করার অপেক্ষা করতে পারছি না।
এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডুররেন্টের। এক দশকের বেশি সময় তিনি দলটির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ছিলেন।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :