AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিত-কোহলির প্রশংসায় গ্রিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৯ পিএম, ৪ জুন, ২০২৩
রোহিত-কোহলির প্রশংসায় গ্রিন

আগামী ৭ জুন শুরু হতে যাওয়া  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালের আগে  প্রতিপক্ষ  ভারতীয় অধিনায়ক  রোহিত শর্মার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিতের অধীনে খেলেছেন গ্রিন। আসন্ন ফাইনালে রোহিতের সাথে কাটানো অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। এছাড়াও গ্রিন জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি হতে পারে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি।

 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটকে  (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে গ্রিন বরেন, সর্বশেষ আইপিএলে রোহিতের শান্ত মেজাজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাজে লাগবে।

 

গেল বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ষোড়শ আসরে ১৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৫২ রান এবং ৬ উইকেট নেন গ্রিন। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

 

প্রথম আসরে দারুন পারফরমেন্সের পরও মুম্বাইকে ফাইনালে তুলতে পারেননি গ্রিন। রোহিতের নেতৃত্বাধীন মুম্বাই দ্বিতীয় কোয়ালিফাইয়ার থেকেই বিদায় নেয়। মুম্বাইয়ে দলে থাকা অবস্থায় অধিনায়ক রোহিতের সাথে ভালো সময় কাটিয়েছেন গ্রিন। সেই অভিজ্ঞতা থেকে গ্রিন বলেন, ‘রোহিতের মধ্যে যে প্যাসন আছে সেটা খুব কমই দেখা যায়।’

 

তিনি আরও বলেন, ‘ গত ১০ বছর ধরে একই ভাবে আছেন রোহিত। তার সঙ্গ পাওয়া  এবং এরকম পরিস্থিতিতে কথা বলা ছিল দারুণ অভিজ্ঞতা।’

 

আইপিএলে বিভিন্ন টিপস দিয়ে রোহিত সহযোগিতা করেছেন বলে জানান গ্রিন, ‘আমার ভূমিকা ছিল আগ্রাসী ক্রিকেট খেলা এবং যেভাবে সাফল্য পাওয়া যায় সেভাবে খেলা। স্পিন বা পেস হোক আগ্রাসী খেলা। বোলার বুঝে আগ্রাসী হওয়া।’

 

গ্রিনের মতে  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জন্য বড় হুমকি হতে পারেন কোহলি।  তিনি বলেন, ‘আমি মনে করি, বড় ম্যাচগুলোতে সবসময় নিজেকে সেরা রুপে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন কোহলি।’

 

সদ্য আইপিএল শেষ করে টেস্ট ফরম্যাটে খেলতে কোন সমস্যা হবে না বলে জানান গ্রিন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর স্পষ্টভাবেই বিশাল মঞ্চ। এটির জন্য অধীর অপেক্ষা করছি আমি। টেস্ট ক্রিকেটের মতো কিছুই নেই।’

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!