ইনজুরিতে পড়ে পড়ায় ইউরো ২০২৪ বাছাইয়ের ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলতে পারছেন নাপ রিয়াল মাদ্রিদ অভিমুখি মিডফিল্ডার জুড বেলিংহাম। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাল্টা ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
গ্যারেথ সাউথগেটের দলের সঙ্গে যোগ দেয়ার পরিবর্তে বেলিংহাম সময় কাটাতে যাচ্ছেন ইংল্যান্ডের ন্যাশনাল ফুটবল সেন্টারে। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এই ইনজুরির কারণেই বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মৌসুমের শেষ ম্যাচে খেলতে পারেননি বেলিংহাম।
গত বছর অনুষ্ঠিত বিশ^কাপে ইংলিশ দলের যে কয়জন খেলোয়াড় দ্যুতি ছড়িয়েছেন তাদের একজন হচ্ছেন বেলিংহাম, যিনি বøকবøাস্টার চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ন হলেই ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে।
সাউথগেটের স্কোয়াড থেকে শুধু যে বেলিংহাম ছিটকে গেছেন তা নয়। গতকাল রোববার তার ২৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাইটনের ডিফেন্ডার লুইস ডাঙ্ক। এফএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ ইনজুরির কারনে ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন লুইস ডাঙ্ক। একই কারণে এই মাসের বাছাইপর্বের ম্যাচে দলের বাইরে থাকছেন বেলিংহাম।’
রেববার সেন্ট জর্জেস পার্কে রিপোর্ট করেছেন থ্রি লায়ন্স স্কোয়াডের সদস্যরা। এদিকে ওয়েস্ট হ্যামের ডেক্লান রিচের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়ন্স লিগে সফলতার পর সেখানে রিপোর্ট করার অপেক্ষায় আছেন ম্যানচেস্টার সিটির জ্যক গ্রিলিশ, জন স্টোন্স, ফিল ফোডেন, কাইল ওয়াকার ও ক্যালভিন ফিলিপস।
একুশে সংবাদ/সম
আপনার মতামত লিখুন :