সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে কম্বোডিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দেশটির নমপেন অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের জার্সিধারীরা।
৩০ হাজার ধারণক্ষমতা স্টেডিয়ামটি ম্যাচ শুরুর আগে থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্বাগতিকদের হাজার হাজার সমর্থকদের সামনে ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশের হয়ে লিড এনে দেন মজিবর রহমান জনি।
ডান প্রান্ত থেকে লম্বা ক্রসে বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে যান জনি। প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে তিনি গোলরক্ষকের পাশ দিয়ে জালে বল ঠেলে দেন।
বাংলাদেশে প্রথমার্ধে লিডে থাকলেও স্বাগতিকরা বল পজেশন ও আক্রমণে অনেকটা এগিয়ে ছিল। ম্যাচের প্রথম মিনিটেই কম্বোডিয়া দুটি কর্নার আদায় করে নেয়। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ৩৮ মিনিটে দূরপাল্লার একটি শট দুর্দান্তভাবে সেভ করেন।
একুশে সংবাদ/সম
আপনার মতামত লিখুন :