AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সূচি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৬ পিএম, ২২ জুন, ২০২৩
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সূচি

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছেন সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়। আসন্ন জুলাইয়ে শ্রীলংকায় বসবে ইমার্জিং এশিয়া কাপের আসরটি।

 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘এ’ দল আছে ‘এ’ গ্রুপে। যেখানে টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলংকা ‘এ’, ওমান ও আফগানিস্তান ‘এ’ দলকে।


আগামী ১৪ জুলাই বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। ১৬ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে ওমানের। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৮ জুলাই বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে।


এদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে  ২৩  জুলাই।


বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, নাঈম শেখ, আকবর আলী ও মুশফিক হাসান। 
 

একুশে সংবাদ/স ক 

Link copied!