ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়েছে ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সাফের অতিথি দল লেবানন।বাংলাদেশ ও লেবানন দুই দলের কেউই গোল করতে না পারায় গোলশূন্য স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়েছে।
প্রথমার্ধে ৭৬ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য পাঁচটি শট নেয় লেবানন, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বাংলাদেশ দুটি প্রচেষ্টা চালায়। যেখানে একটি ছিল অন টার্গেট।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলতে থাকে বাংলাদেশ। লেবাননের ফুটবলাররা কয়েকবার আক্রমণের চেষ্টা চালালেও সেটি জোরালো হয়নি লাল সবুজদের রক্ষণের কারণে। তবে বলের দখল লেবাননের কাছেই বেশি ছিল।
ম্যাচের ১১তম মিনিটে প্রথম আক্রমণের চেষ্টা চালায় বাংলাদেশ। সেটি ফলপ্রসূ না হলেও ফ্রি কিক আদায় করে নেন ইসা। তবে সেটি কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। ১৬ মিনিটে প্রথম শক্ত আক্রমণে যায় লেবানন। যদিও সেটি লক্ষ্যে রাখতে পারেননি দলটি।
২২ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বাংলাদেশ। সেটি সহজেই আটকে দেন লেবানিজ গোলরক্ষক। এরপর দুই দল আরো কয়েকবার আক্রমণ ও প্রতি আক্রমণ চালায়। তবে কোনো দলই সাফল্যের দেখা পায়নি।
কর্নার থেকে ৩৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল লেবানন। পরের মিনিটে আরেকটি আক্রমণ করে তারা। তবে দুইবারই গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত সেভে হতাশ হয় দলটি।
৪৩ মিনিটে ফাহিমের দুর্দান্ত একটি অন টার্গেট শট কর্নারের বিনিময়ে আটকে দেন লেবানন গোলরক্ষক। তবে কর্নারটি কাজে লাগাতে পারেননি জামাল-তপুরা।
বাকি সময়ে কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :