AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসারাঙ্গাকে তিরস্কার করলো আইসিসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৪ পিএম, ২ জুলাই, ২০২৩
হাসারাঙ্গাকে তিরস্কার করলো আইসিসি

আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে তিরস্কার করেছে  ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হাসারাঙ্গা। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই লেগ স্পিনারের নামের পাশে।

 

গত শুক্রবার বুলাওয়েতে চলমান বিশ^কাপ বাছাই পর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আচরণবিধির আইসিসি লেভেল-১ ভঙ্গ করেন হাসারাঙ্গা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন হাসারাঙ্গা।

 

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙ্গেন হাসারাঙ্গা।  আইসিসির আচরণ বিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিসাধন করা আচরণ বিধি ভঙ্গ হিসেবে  বিবেচিত।

 

আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার দেয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা। এজন্য কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন তিনি। আসরে শ্রীলংকার প্রথম তিন ম্যাচে ইনিংসে টানা ৫ বা তার বেশি উইকেট নিয়ে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।

 

১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ৩৩ বছর পর ওয়াকারের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।

একুশে সংবাদ/স ক 

Link copied!