আঙুলের ইনজুরির কারনে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে মঈনকে পাবার ব্যাপারে আশাবাদি ইংল্যান্ড। দলের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল জানান, মঈন সুস্থ হয়ে উঠছেন।
অবসর ভেঙ্গে বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ২১ মাস পর বড় সংস্করনে খেলতে নামেন মঈন। ব্যাট হাতে ৩৭ রান ও বল হাতে ৪৭ ওভারে ২০৪ রানে ৩ উইকেট নেন তিনি। ঐ টেস্টে বোলিংয়ের সময় ডান-হাতের তর্জনীর ইনজুরিতে পড়েন মঈন। এতে লর্ডসে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
মঈনের ব্যাক-আপ হিসেবে লর্ডস টেস্টের দলে সুযোগ পান তরুণ স্পিনার রেহান আহমেদ। কিন্তু লর্ডসের সবুজ উইকেটে মঈনের জায়গায় খেলার সুযোগ পান পেসার জশ টাং।
ইনজুরি থেকে সুস্থ হবার পথেই রয়েছেন মঈন। ইতোমধ্যে লর্ডস টেস্টের প্রথম তিনদিন নেটে বোলিং অনুশীলন করেছেন তিনি। মঈনকে সামনে থেকে পরখ করছেন প্যাটেল। তিনি বলেন, ‘তাকে বোলিং করতে দেখাটাই সেরা ব্যাপার।’
প্যাটেল আরও বলেন, ‘আগামী কয়েকদিন সব কিছু ঠিক থাকলে, আঙুলকে বিশ্রাম দিবে সে। এরপর হেডিংলিতে যাবেন এবং খেলার জন্য প্রস্তুত হবে। ম্যাচের শেষদিকে এমন ইনজুরি খুব হতাশাজনক ছিল। যতটা সম্ভব সুস্থ করে তোলার চেষ্টা করছি আমরা। দেখা যাচ্ছে, আঙুল ভালো অবস্থায় আছে এবং এটি সত্যিই সুস্থ হয়ে উঠছে।’
আগামী ৬ জুলাই থেকে লিডসের হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট ২ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক ইংল্যান্ড।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :